×

আন্তর্জাতিক

আফগানিস্তানে অতিরিক্ত ঠাণ্ডায় ৭৮ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ১২:৪১ পিএম

আফগানিস্তানে অতিরিক্ত ঠাণ্ডায় ৭৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে অতিরিক্ত ঠাণ্ডা সইতে না পেরে ৭৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

কর্মকর্তারা বলছেন, দেশের ৩৪ টি প্রদেশের ৮ টিতেই ঠাণ্ডায় মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ১৫ বছরের মধ্যে আফগানিস্তানে এবারই সবচেয়ে বেশি শীত পড়েছে। তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে এই শীত আরও দুর্ভোগ হয়ে এসেছে। খবর রয়টার্সের।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জরুরি অবস্থা বিষয়ক কেন্দ্রর প্রধান আবদুল্লাহ আহমাদি বলেন, আগামী কয়েকদিনে আবহাওয়া আরও শীতল হবে। ফলে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্যর কথা বিবেচনা করা প্রয়োজন।

জাতিসংঘের মানবিক সংস্থা জানায়, গত সপ্তাহে নারী কর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করায় দেশটির নারীদের সহায়তা করা সম্ভব হচ্ছে না। এনজিওতে নারীদের কাজ বন্ধ করে দেয়ায় অনেক নারীর কাছে সহযোগিতা পৌঁছানো সম্ভব হচ্ছে না।

দেশটিতে গত নয় দিনে প্রায় ৭৭ হাজার গবাদি পশু মারা গেছে, যা দেশের খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও গভীরভাবে হুমকির মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে ২ কোটি ১২ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App