আটটি সন্তান প্রসব করেছেন জামালপুরের দুই গৃহবধূ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে সিজারীয় অস্ত্রোপচারে চারটি মেয়েসন্তান প্রসব করে আঞ্জুয়ারা বেগম। অপরদিকে, রাত ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে সাজু- দুলেনা দম্পতির কোলে আসে আরো চারটি সন্তান।
আঞ্জুয়ারা বেগমের ননদ ছানোয়ারা বেগম অনুভূতি প্রকাশ করে বলেন, ‘পেটে তিনটি শিশু আছে বলে জানতে পারি। গর্ভে শিশুদের নড়াচড়া বন্ধ হয়ে যাওয়ায় বুধবার বিকেলে ক্লিনিকে ভর্তি করি। এরপর সিজারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। সিজারের পর আমরা দেখি চারটা মেয়েসন্তান। আমরা এখন অনেক খুশি’।
অস্ত্রোপচারের পরই নবজাতক চার কন্যাশিশুকে পাঠানো হয় জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। সেখানে চার মেয়েশিশুকে বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে রাখেন দায়িত্বে থাকা চিকিৎসক।
বিয়ের সাত বছর পর একসঙ্গে চার মেয়েসন্তানের বাবা হতে পেরে আবেগে আপ্লুত আতাউর হোসেন বাবু। কিন্তু পেশায় দরিদ্র কাঠমিস্ত্রি হওয়ায় চারটি মেয়েকে লালনপালনে সহায়তা চেয়েছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।