এবার বাখমুতের দিকে যাচ্ছে রুশ সেনারা

আগের সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩ অনুষ্ঠিত

পরের সংবাদ

ইউক্রেনকে ৫৫২ সাঁজোয়া যান, ২০০০ রকেট দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ৫:১৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ৫:১৪ অপরাহ্ণ

আড়াই বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে ৫৫২ সাঁজোয়া যান এবং দুই হাজার রকেট ও কামানের গোলা পাঠাচ্ছে ওয়াশিংটন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে যে প্যাকেজ পাঠানো হচ্ছে, তাতে ৫৯টি ব্র্যাডলি ফাইটিং ভিয়াকলস, ৯০টি স্ট্রাইকার আর্মার্ড পারসোনালা ক্যারিয়ারস, ৫৩টি মাইন রেজিসট্যান্ট অ্যামবুশ প্রটেক্টেড ভিয়াকলস ও ৩৫০টি হাই মোবিলিটি মাল্টিপারপাস হুইলড ভিয়াকলস আছে। খবর বিবিসি, সিএনএনের।

চলতি বছরের জানুয়ারির প্রথমার্ধে ৫০টি ব্র্যাডলি ফাইটিং ভিয়াকলস পাঠানোর ঘোষণার পর নতুন প্যাকেজে আরো ৫৯টি পাঠানো হচ্ছে। সাঁজোয়াযুক্ত ব্র্যাডলিতে একটি শক্তিশালী বন্দুক আছে ও আশির দশকের মধ্যভাগ থেকে যুদ্ধক্ষেত্রে সেনা বহনের ক্ষেত্রে মার্কিন সেনাবাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে।

এই সহায়তা প্যাকেজে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমসের (এইচআইএমএআরএস) জন্য অতিরিক্ত গোলা, আটটি অ্যাভেঞ্জার এয়ার-ডিফেন্স সিস্টেম, লাখখানেক কামানের গোলা ও প্রায় দুই হাজার অ্যান্টি-আর্মার রকেট আছে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে কিয়েভকে দুই হাজার ৭৪০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়