×

শিক্ষা

স্মার্ট বাংলাদেশ গড়তে বিশেষ ভূমিকা পালন করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৭:৫৫ পিএম

স্মার্ট বাংলাদেশ গড়তে বিশেষ ভূমিকা পালন করতে হবে

ছবি: ভোরের কাগজ

শিক্ষা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। মেধাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীর একনিষ্ঠ অবদান অনস্বীকার্য। পাশাপাশি গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সামনের সারিতে থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কিংবা মানবিক যেকোনো বিভাগের শিক্ষার্থীকে প্রযুক্তি, উদ্যোক্তাসহ যেকোনো পরিসেবা প্রদানে দক্ষ হতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনা করছি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নবনির্মিত স্থাপনা উদ্বোধন (ক্লাব কাম গেস্ট হাউজ ও ডরমিটরি) ও শিক্ষকদের মাঝে ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে শিক্ষামন্ত্রীর সম্মানে প্রথমে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটস এবং বিএনসিসি প্লাটুনের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে শিক্ষামন্ত্রী নবনির্মিত স্থাপনা উদ্বোধন এবং প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষ শিক্ষকদের মাঝে ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ কুমিল্লা জেলার বিভিন্ন প্রশাসনিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আব্দুল মঈন বলেন, আমরা প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রদান শুরু করেছি। এ ধারা অব্যাহত থাকবে। আমরা মনে করি এর মাধ্যমে শিক্ষকদের মাঝে গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App