×

সারাদেশ

সীমান্তে সংঘর্ষের পর স্কুলে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৫:১০ পিএম

সীমান্তে সংঘর্ষের পর স্কুলে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের জিরো লাইনের রোহিঙ্গা শিবিরে মিয়ানমারের দুই রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার পর সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

নিরাপত্তায় সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে এছাড়া সেখানে র‍্যাব মোতায়েন করা হয়েছে। তুমব্রু কোনা পাড়ার জিরো লাইনের রোহিঙ্গা শিবিরের অধিকাংশ ঘরই পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে রোহিঙ্গা শিবিরে আগুন দেওয়ার পর আতঙ্কে সহস্রাধিক রোহিঙ্গা বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু স্কুল ও আশেপাশে আশ্রয় নিয়েছে। এসব জায়গায়ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ঘুনধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, রোহিঙ্গাদের বাংলাদেশের অভ্যন্তরে স্কুলে আশ্রয় নেওয়ার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা জানিয়েছেন তুমব্রু সীমান্তের জিরো লাইনের রোহিঙ্গা শিবিরে গোলাগুলি ও অগ্নিকাণ্ডের পর সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উপর নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে মায়ানমারের দুই বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) মধ‍্যে সংঘর্ষে হামিদ উল্লাহ্ নামের এক রোহিঙ্গা নিহত ও মোহিদ উল্লাহ্ নামের অপর একজন আহত হয়। এ ঘটনার পর বিকেলে রোহিঙ্গা ক্যাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আগুনে জিরো লাইনের রোহিঙ্গা শিবিরের ৮০ শতাংশ ঘরই পুড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App