×

জাতীয়

গ্যাসের দাম যৌক্তিক হতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৯:০৩ এএম

গ্যাসের দাম যৌক্তিক হতে হবে

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

সার্বিক পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানো যেতে পারে। তবে তা যৌক্তিক ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে যেন রপ্তানির এ ধারাকে ধরে রাখা যায়। এ কথা বলেছেন পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। ভোরের কাগজকে তিনি বলেন, গ্যাসের দাম প্রায় ২০০ শতাংশ বাড়ানো হয়েছে। এভাবে দাম বাড়ানোর কারণে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে। তিনি বলেন, কাঁচামাল আমদানির পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ বাজার থেকেও অনেক পণ্য কিনতে হয়। ক্ষুদ্র শিল্পেও গ্যাসের দাম বেড়ে গেছে। ফলে অভ্যন্তরীণ পণ্যেরও দাম বেড়ে যাবে। এতে মূল্যস্ফীতি বেশি হবে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে এরই মধ্যে ব্যাংক ঋণের সুদহার বাড়িয়ে দেয়া হয়েছে। এতে সাধারণ মানুষের উপরেই চাপ বাড়বে। ফারুক হাসান বলেন, বর্ধিত দামে গ্যাস কিনে শিল্প টিকিয়ে রাখা কঠিন হবে অনেকের জন্য। এর ফলে দেশের শিল্প কারখানাগুলো হুমকির মুখে পড়বে। তিনি বলেন, আমরা জানি যে নিরবচ্ছিন্ন গ্যাস পেতে হলে দামের কিছু সমন্বয় দরকার। কিন্তু এমন দাম বাড়ানো হয়েছে যা প্রায় ২০০ শতাংশ। আমাদের এখন ক্রয়াদেশ কম হচ্ছে, সঠিক দামের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে- এমন সময়ে গ্যাসের দাম বাড়ানো আমাদের উপরে যেন মড়ার উপরে খাঁড়ার ঘা। এই ব্যবসায়ী নেতা বলেন, কয়েকটি বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন। যেমন- আমাদের নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিস্টেম লস পুরোপুরি বন্ধ করতে হবে। তিনি বলেন, বিভিন্নভাবে সিস্টেম লস হয়। মিটার রিডিং, চুরি, অবৈধ লেনদেন, লুজ কানেকশন বা ওয়েস্ট কানেকশন ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে গুরুত্ব দিয়ে বন্ধ করতে হবে। অর্থাৎ সিস্টেম লস শূন্যে নিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, দাম বাড়ানোর কারণে আমাদের পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে। কাঁচামাল আমদানির পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ বাজার থেকেও অনেক পণ্য কিনতে হয়। ক্ষুদ্র শিল্পেও গ্যাসের দাম বেড়ে গেছে। ফলে অভ্যন্তরীণ পণ্যেরও দাম বেড়ে যাবে। এতে মূল্যস্ফীতি বেশি হবে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে এরই মধ্যে ব্যাংক ঋণের সুদহার বাড়িয়ে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App