×

খেলা

কয়েক শ’ কোটি টাকা ঘুুষগ্রহণের অভিযোগ কনমেবলের বিরুদ্ধে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১০:২৭ পিএম

কয়েক শ’ কোটি টাকা ঘুুষগ্রহণের অভিযোগ কনমেবলের বিরুদ্ধে

কনমেবল

কয়েক শ’ কোটি টাকার ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে লাতিন আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলের বিরুদ্ধে। এই অভিযোগ উত্থাপন করেছেন ফিফার নির্বাহী কমিটির সাবেক সদস্য আলেহান্দ্রে বুরজোকা। আদালতে দেয়া এক সাক্ষ্যতে এই অভিযোগ তোলেন আর্জেন্টাইন এই ব্যবসায়ী।

তিনি বলেন, কোপা আমেরিকা, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ও আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচের সম্প্রচার স্বত্ত্ব পেতে কনমেবলকে তিন কোটি ২০ লাখ ডলার ঘুষ দিয়েছিল ফক্স স্পোর্টস নামে একটি সংবাদমাধ্যম। লাতিন ফুটবল সংস্থাটির শীর্ষ ছয় ব্যক্তিকে এই ঘুষ দেয়া হয়। বাংলাদেশি মুদ্রায় সেই ঘুষের পরিমাণ প্রায় ৩৪১ কোটি ৬৩ লাখ টাকা। খবর ব্যানোস এয়ার্স টাইমসের।

ঘুষ গ্রহণকারী এই ছয় ব্যক্তির মধ্যে আছেন সাবেক কনমেবল সভাপতি নিকোলাস লিওজ, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি রিকার্দো তিসেরা ও আর্জেন্টিনার ফুটবল ফেডারশনের সাবেক প্রধান নির্বাহী (সিইও) হুলিও গ্রানদোনা। যদিও ঘুষ দেয়ার অভিযোগ অস্বীকার করেছে ফক্স সংস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App