×

আন্তর্জাতিক

এবার খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদ ‘বিলুপ্ত’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১১:০৭ পিএম

এবার খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদ ‘বিলুপ্ত’

খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নর হাজি গুলাম আলি। ছবি: সংগৃহীত

পাঞ্জাবের পর এবার খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদও ‘বিলুপ্ত’ ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে ফেডারেল সরকারের ওপর চাপ তৈরির উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এই ঘোষণা দেয়া হয়। খবর দ্য ডিপ্লোম্যাটের।

সাধারণত, পাকিস্তানে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের জন্য প্রতি পাঁচ বছর পর পর একই সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি প্রাদেশিক পরিষদ আগেই ভেঙে দেয়ায় নিয়ম অনুযায়ী, ৯০ দিনের মধ্যে পৃথক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এদিকে, চলতি বছরের অক্টোবর পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচনের কথা আছে। দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রাদেশিক পরিষদ ও জাতীয় নির্বাচন পৃথক করে হবে কিনা, তা নিয়ে আছে সংশয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App