×

বিনোদন

আবারও ত্রাতার ভূমিকায় সোনু সুদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০২:০৭ পিএম

আবারও ত্রাতার ভূমিকায় সোনু সুদ
আবারও ত্রাতার ভূমিকায় সোনু সুদ

ছবি: সংগৃহীত

বলিউডের সুপরিচিত মুখ সোনু সুদ। অভিনয়ে বেশিরভাগ সময় খলনায়কের চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে নানা সময় ত্রাতার ভূমিকায় দেখা যায় তাকে। এবার বিমানবন্দরে এক ব্যক্তির প্রাণ বাঁচিয়েছেন এ অভিনেতা। তাও আবার নিজের উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জোরে। সোনুর এই কাজের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

শোনা গেছে, দুবাই বিমানবন্দর থেকে ফিরছিলেন সোনু। ইমিগ্রেশন ডেস্কের লাইনে দাঁড়িয়েছিলেন। আচমকা চিৎকার-চেঁচামেচি শুনতে পান। কী হয়েছে? জানতে চেয়ে অভিনেতা মাঝ বয়সী এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। দেখামাত্রই ছুটে যান সোনু। ব্যক্তির মাথার জন্য একটি কুশনের ব্যবস্থা করেন। তারপর সিপিআর দিতে শুরু করেন। সিপিআর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফেরে ওই ব্যক্তির। ততক্ষণে বিমানবন্দরের নিরাপত্তারক্ষী ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে চলে এসেছিলেন।

১৯৯৯ সালে তামিল ছবির মাধ্যমে সিনেমার জগতে প্রবেশ করেন সোনু। পরে হিন্দি ছবির জগতে পা রাখেন ‘শহিদ-এ-আজম’ সিনেমার ভগৎ সিং হয়ে। তারপর থেকে বহু ছবিতে অভিনয় করেছেন সোনু। নায়ক হওয়ার পাশাপাশি খলনায়কের চরিত্রে দেখা গেছে তাকে।

কিন্তু রূপালি পর্দার এই মানুষটিই করোনাকালে দুস্থ, অসহায় মানুষের ‘অবলম্বন’ হয়ে ওঠেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App