মিয়ানমারের সাগাইংয়ে সেনাবাহিনীর হামলায় নিহত ৭

আগের সংবাদ

শিল্প-বাণিজ্য খাতে বাড়ল গ্যাসের দাম : মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা ভোক্তা পর্যায়েও

পরের সংবাদ

এবার খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদ ‘বিলুপ্ত’

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩ , ১১:০৭ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৯, ২০২৩ , ১১:০৭ অপরাহ্ণ

পাঞ্জাবের পর এবার খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদও ‘বিলুপ্ত’ ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে ফেডারেল সরকারের ওপর চাপ তৈরির উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এই ঘোষণা দেয়া হয়। খবর দ্য ডিপ্লোম্যাটের।

সাধারণত, পাকিস্তানে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের জন্য প্রতি পাঁচ বছর পর পর একই সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি প্রাদেশিক পরিষদ আগেই ভেঙে দেয়ায় নিয়ম অনুযায়ী, ৯০ দিনের মধ্যে পৃথক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এদিকে, চলতি বছরের অক্টোবর পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচনের কথা আছে। দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রাদেশিক পরিষদ ও জাতীয় নির্বাচন পৃথক করে হবে কিনা, তা নিয়ে আছে সংশয়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়