×

বিনোদন

মারা গেলেন ইতালির কিংবদন্তী অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০২:৩৩ পিএম

মারা গেলেন ইতালির কিংবদন্তী অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা

ছবি: সংগৃহীত

মারা গেলেন ইতালির কিংবদন্তী অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা

না ফেরার দেশে চলে গেলেন ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা। ৫০ ও ৬০ এর দশকে ইউরোপিয়ান চলচ্চিত্রের অন্যতম বড় তারকাদের একজন ছিলেন তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) রোমের একটি ক্লিনিকে অভিনেত্রী মারা গেছেন। তার বছর হয়েছিল ৯৫ বছর। খবর বিবিসির।

জিনা লল্লোব্রিজিদাকে সেই সময় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বর্ণনা করা হতো । তার অভিনীত সিনেমাগুলির মধ্যে ব্রেড, লাভ অ্যান্ড ড্রিমস’, ‘ব্রেড, লাভ অ্যান্ড জেলাসি’, ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল উইমেন’, ‘বিট দ্য ডেভিল' উল্লেখযোগ্য। এছাড়াও তিনি 'হামফ্রে বোগার্ট', 'ফ্রাঙ্ক সিনাত্রা', 'রক হাডসন' এবং এরল ফ্লিনের মতো ছবিতে সহশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। ইউরোপিয়ান সিনেমার পাশাপাশি হলিউডি সিনেমায়ও দেখা গেছে তাকে।

চল্লিশের দশকের শেষ ভাগে ইতালির সিনেমায় ক্যারিয়ার শুরুর পর ১৯৫৩ সালে ‘বিট দ্য ডেভিল’ দিয়ে ইংরেজি ভাষার সিনেমায় যাত্রা করেন জিনা। ক্যারিয়ারজুড়ে দুই ডজনের বেশি ইউরোপিয়ান সিনেমায় পাওয়া গেছে তাকে। হলিউডের শীর্ষ নায়কদের বিপরীতে কয়েকটি হলিউডি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে ইউরোপিয়ান সিনেমাগুলোর জন্যই তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

তবে ৬০ এর দশকেই তিনি অভিনয় জীবন থেকে সরে আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন। পরে রাজনীতিতেও যোগ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App