দেশে এলো এয়ার অ্যাস্ট্রার তৃতীয় এয়ারক্রাফট

আগের সংবাদ

বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে সরানো হলো সংসদ সদস্য ও চেয়ারম্যানের ছবি

পরের সংবাদ

গ্যাসের মূল্যবৃদ্ধির কারণ জানাল জ্বালানি বিভাগ

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ , ১০:১৩ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৮, ২০২৩ , ১০:১৩ অপরাহ্ণ

গ্যাসের মূল্যবৃদ্ধির কারণ জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সামগ্রিকভাবে জ্বালানি খাতের ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া এবং আগামীতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে গ্যাসের এই মূল্য সমন্বয় করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক বিশেষ জ্বালানি পরিস্থিতিতে ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী সব ধরনের জ্বালানির মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। এ ছাড়া জ্বালানি সংশ্লিষ্ট বীমা খরচ, ঝুঁকি ব্যয়, ব্যাংক সুদ, মার্কিন ডলারের বিপরীতে টাকা দুর্বল হওয়ায় সামগ্রিকভাবে জ্বালানি খাতে ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি), আমদানি মূল্যও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে জ্বালানি খাতে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি প্রদান করতে হচ্ছিল। সে কারণে জুলাই ২০২২ থেকে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ রয়েছে।

এই প্রেক্ষাপটে বিদ্যমান উৎপাদন অথবা সরবরাহ সক্ষমতা বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ, ক্যাপটিভ বিদ্যুৎ, শিল্পসহ সব খাতে গ্যাস রেশনিং করা হচ্ছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়