×

জাতীয়

মামলা করলেন জঙ্গি আস্তানায় মারা যাওয়া আল আমিনের বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৮:৪৭ পিএম

মামলা করলেন জঙ্গি আস্তানায় মারা যাওয়া আল আমিনের বাবা

ছবি: সংগৃহীত

বান্দরবানে পাহাড়ের গহীনে সশস্ত্র দল ‘কেএনএফ’ বা ‘বম পার্টি’র আস্তানায় প্রশিক্ষণ নিতে গিয়ে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য আল আমিনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আল আমিনের বাবা মামলাটি করেন।

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এএসএম এমরান মামলাটি এজাহার হিসেবে নিয়ে পাঁচ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে রুমা থানার ওসিকে নির্দেশ দেন।

এজাহারে বলা হয়েছে, ৫ আসামি রিমান্ডে স্বীকার করেছে আল আমিন জঙ্গিবাদে উদ্বুদ্ধ হলেও পরে সংগঠনটি দেশবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার বিষয়টি বুঝতে পেরে বাড়িতে ফেরার চেষ্টা করেন। পরে সংগঠনের তথ্য ফাঁস হওয়ার ভয়ে আল আমিনকে হত্যা করে রুমার দুর্গম লুমউয়াল পাড়ার পাহাড়ের ঢালে অজানা স্থানে লাশ গুম করা হয়।

এর আগে আদালতের নির্দেশে গত রোববার পাহাড়ে আল আমিনের লাশ উত্তোলন করতে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে গিয়ে জঙ্গিদের দেখানো কবর খুঁজে তার লাশ পাওয়া যায়নি। তবে ওই কবরে একটি কম্বল পাওয়া যায়। কবর খোঁড়ার সময় আল আমিনের বাবাও সেখানে ছিলেন। কম্বলটি দেখে তিনি সেটি তাদের বাড়ির বলে শনাক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App