×

জাতীয়

ধামরাইয়ে বিস্ফোরণ: মারা গেলেন দগ্ধ পাঁচজনই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৫:৩৬ পিএম

ধামরাইয়ে বিস্ফোরণ: মারা গেলেন দগ্ধ পাঁচজনই

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ের কুমড়াইল এলাকার এক বাড়িতে দশ দিন আগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে আগেই। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে হোসনে আরা নামে পরিবারের দগ্ধ শেষ সদস্যও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

হোসনে আরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। ৩৫ বছর বয়সী এই নারীর শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসক জানিয়েছেন।

গত ৭ জানুয়ারি ভোরে ধামরাইয়ের কুমড়াইল এলাকার কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় পোশাককর্মী মনজুরুল ইসলামের (৩২) ঘরে বিস্ফোরণ হয়। এতে মনজুরুল ছাড়াও তার স্ত্রী জোসনা বেগম (২৫), তাদের দেড় বছরের মেয়ে মরিয়ম, জোসনার বড় বোন হোসনে আরা (২৮) ও ভাগ্নি সাদিয়া আক্তার (১৮) দগ্ধ হন।

আহত সবাইকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। ঘটনার পরদিন ৮ জানুয়ারি রাতে চিকিৎসাধীন শিশু মরিয়মের মৃত্যু হয়।

এর দুদিন পর ১০ জানুয়ারি ভোরে মারা যান মরিয়মের মা জোসনা। সেদিনই দুপুরে মারা যান জোসনার বোনের মেয়ে সাদিয়া আক্তার। পরদিন পোশাককর্মী মনজুরুলেরও মৃত্যু হয়। আর সবশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন হোসনে আরা।

মনজুরের ঘরে সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্না হতো। ফায়ার সার্ভিস জানিয়েছিল, সিলিন্ডার থেকে চুলার পাইপে কোথাও লিকেজ ছিল, ফলে রাতভর গ্যাস জমে ছিল রান্নাঘরে। ভোরে জোসনা চুলা ধরাতে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App