×

সারাদেশ

ঋণ ফরমে সই না করায় স্ত্রীকে খুন, স্বামীসহ গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৮:৩২ পিএম

ঋণ ফরমে সই না করায় স্ত্রীকে খুন, স্বামীসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নগরীর হালিশহরে স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় স্বামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্ত্রী রাবেয়াকে হত্যার পরিকল্পনায় রাবেয়ার স্বামী একা নয়; সঙ্গে ছিল রাবেয়ার বোনের স্বামী। পারিবারিক কলহ ও সন্দেহের বশে এবং ঋণ নেয়ার ফরমে সই না করায় স্ত্রীকে খুন করে পালিয়ে নিজ গ্রামের ক্ষেতে-খামারে লুকিয়ে ছিলেন স্বামী। গ্রেপ্তারের পর পুলিশকে এসব তথ্য জানিয়েছেন রাবেয়ার স্বামী মো. জামিল।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) নগরীর হালিশহর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ জসীম উদ্দিন। এর আগে, সোমবার (১৬ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলার নিকলী থানা এলাকায় থেকে রাবেয়ার স্বামী মো. জামিলকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর হালিশহর থেকে রাবেয়ার ছোট বোনের স্বামী মো. মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তফা কিশোরগঞ্জ জেলার নিকলী থানার শিবলী থানার দামপাড়া সুন্দরবনের মোড় এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে। অন্যদিকে জামিল কিশোরগঞ্জ জেলার নিকলী থানার দক্ষিণ হাটি এলাকার শাহ আমিনের ছেলে। দুজনই হালিশহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, স্বামী জামিলের সঙ্গে নিহত রাবেয়া আক্তারের (২৩) সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বিরোধ নিষ্পত্তির জন্য আত্মীয়-স্বজন নিয়েও অনেকবার বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। এছাড়া অন্যের সঙ্গে সম্পর্ক আছে বলে স্ত্রীকে সন্দেহ করতেন জামিল। গত ১০ জানুয়ারি একটি বেসরকারি এনজিও থেকে লোন উত্তোলন করার জন্য রাবেয়াকে একটি ফরমে সই করতে বলে সে। রাবেয়া সই করতে আপত্তি জানালে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।

এর জের ধরেই গত ১৪ জানুয়ারি জামিল তার বন্ধু ও রাবেয়ার ছোট বোনের স্বামী মোস্তফাকে নিয়ে স্ত্রী রাবেয়াকে হত্যা করার পরিকল্পনা করেন। পরিকল্পনা মাফিক সেদিন সন্ধ্যায় রাবেয়া খাতুন নাস্তার জন্য রান্নাঘরে প্রবেশ করলে মোস্তফা পেছন থেকে তাকে ঝাপটে ধরেন। এ সময় জামিল ধারালো ছুরি দিয়ে স্ত্রীর গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে প্রথমে তাকে ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর হালিশহর থেকে বন্ধু মোস্তফাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হালিশহর থানার ওসি জহির উদ্দিন বলেন, ‘স্ত্রীকে খুন করে জামিল নিজ এলাকায় গেলেও বাড়িতে যাননি। ক্ষেতে-খামারে, ইটভাটায় তিনি লুকিয়ে ছিলেন। ঘটনার পরপরই আমরা তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার পরিবার জানায় জামিল এলাকায় এসেছেন বলে তারা শুনেছেন। তবে বাড়িতে আসেননি। পরে গোয়েন্দা নজরদারি শুরু করলে জানা যায় জামিল গ্রামের এক ধানক্ষেতে লুকিয়ে আছেন। পুলিশ অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে ও তার দেয়া তথ্যমতে তার সহযোগী মোস্তফাকে নগরীর হালিশহর থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App