মিঠাপুকুরে ২ লাখের বিপরীতে ৬৩ লক্ষ টাকার মামলা!

আগের সংবাদ

ধামরাইয়ে বিস্ফোরণ: মারা গেলেন দগ্ধ পাঁচজনই

পরের সংবাদ

বিপিএলের নবম আসর

রংপুরকে ৯ উইকেটে হারালো খুলনা

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩ , ৫:৩১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৩ , ৭:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে নিজেদের চতুর্থ ম্যাচে রংপুরকে হারিয়ে প্রথম জয় তুলো নিলো খুলনা টাইগার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানে অলআউট হয় রংপুর। ১২৯ রান তাড়া করতে নেমে ৯ উইকেটে নিজেদের প্রথম তুলে নিলো খুলনা।

এই ম্যাচে ৪৭ বলে তামিমের ৬০ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন উদীয়মান তারকা মাহমুদুল হাসান জয়। একটু ধীরগতিতে খেললেও উইকেট বাঁচিয়ে দলকে রেখেছেন জয়ের পথে। ৪২ বলে ৩৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুর রাইডার্সের। শেখ মেহেদী ছাড়া ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি রংপুরের কোনো ব্যাটার। কোনো রান না করেই ফিরে যান ওপেনার রনি তালুকদার। এরপর পারভেজ হোসেন ইমন থিতু হয়েও পারেননি ইনিংস বড় করতে। ফিরে যান ২৫ রান করে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়