সিংগাইরে দিনের পরিবর্তে রাতে কাটা হচ্ছে ফসলি জমির মাটি

আগের সংবাদ

শাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের সাদাফ

পরের সংবাদ

পানছড়িতে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩ , ৩:২৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৩ , ৩:২৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে লোগাং জোন ৩ বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে পাইলট ফার্ম রেন্জ কার্যালয়ের মাঠে শতাধিক অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় ৩ বিজিবি-র সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ, নায়েব সুবেদার শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লোগাং জোন ৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম পিএসসি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দুর্গম এলাকায় পানীয় জলের ব্যবস্থা, জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় অসহায় হত দরিদ্র ও অসুস্থ্যদের মাঝে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ বিতরণ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা, শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতেও তা চালু থাকবে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়