শিশু বক্তা রফিকুলের আরো এক মামলায় বিচার শুরু

আগের সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব

পরের সংবাদ

নতুন ওয়েব সিরিজে মিম

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩ , ১:৩২ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৩ , ১:৩৩ অপরাহ্ণ

গত বছর যেন ছিল বিদ্যা সিনহা মিমের রাজত্ব। ‘পরাণ’ ছবি দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন চিত্রনায়িকা মিম। বছর শেষে ‘দামাল’ ছবিতেও তার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। মুক্তির অনেকদিন পেরিয়ে গেলেও এখনও প্রেক্ষাগৃহে সমানতালে চলছে সিনেমা দুটি।

নতুন বছরের শুরুটাও দারুণ কিছু দিয়ে শুরু হয়েছে মিমের। কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ ছবিতে অভিনয় শুরু করেন। এখন সেই ছবির শুটিংয়েই কলকাতায় অবস্থান করছেন তিনি।
এরই মধ্যে জানা গেল নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নাম চূড়ান্ত না হওয়া এই সিরিজটি নির্মিত হবে ওটিটি প্লাটফর্ম হইচইয়ের জন্য। নির্মাণ করবেন নির্মাতা সানী সানোয়ার।

নতুন এই ওয়েব সিরিজের বিষয়ে মিম বলেন, এ বিষয়ে আমি এখনই বিস্তারিত জানাতে পারব না। এটা প্লাটফর্ম থেকেই আনুষ্ঠানিকভাবে জানাবে। তবে ‘হইচই-এর গল্প বলার ধরন আমার ভালো লাগে। প্লাটফর্মটির সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে ভালো কিছুই হবে।

ওয়েব সিরিজেটিতে মিমের সঙ্গে থাকছেন অভিনেতা এফএস নাঈম। হইচইয়ের ‘কারাগার’ সিরিজেও ছিলেন তিনি। আরো থাকছেন সুমিত সেনগুপ্ত। সম্প্রতি সিনেমা হলে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক ওয়ার’ এ অভিনয় করেছেন এই অভিনেতা।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়