×

আন্তর্জাতিক

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১০:৩২ এএম

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার জানায়, ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার বা ৪৯ দশমিক ৭০ মাইল গভীরে ছিল।

এর আগে ১০ জানুয়ারি গভীর সমুদ্রে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এর প্রভাবে পূর্ব ইন্দোনেশিয়ার একটি কম জনবহুল দ্বীপের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, সে সময় ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পশ্চিম মালুকু জেলার দুটি স্কুল ভবন এবং ১২৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সেই ভূমিকম্পে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া প্রায়শই ভূমিকম্পে কেঁপে ওঠে এবং এটি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার’এ অবস্থিত। সেখানেই বিশ্বের বেশিরভাগ আগ্নেয়গিরি আছে। পাশাপাশি এই অঞ্চলেরই বিশ্বের সর্বাধির ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। এর আগে, নভেম্বর মাসেই ৫.৬ তীব্রতায় ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়। তাতে ৬০০-র বেশি মানুষ মারা গিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App