×

জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শ থেকে মানুষের পাশে থাকার প্রত্যয় গড়েছি: এমপি মহিববুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৩:৫৪ পিএম

বঙ্গবন্ধুর আদর্শ থেকে মানুষের পাশে থাকার প্রত্যয় গড়েছি: এমপি মহিববুর

পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিববুর রহমান। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর আদর্শ থেকে মানুষের পাশে থাকার প্রত্যয় গড়েছি: এমপি মহিববুর

পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিববুর রহমান। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর আদর্শ থেকে মানুষের পাশে থাকার প্রত্যয় গড়েছি: এমপি মহিববুর
বঙ্গবন্ধুর আদর্শ থেকে মানুষের পাশে থাকার প্রত্যয় গড়েছি: এমপি মহিববুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে শিক্ষা নিয়ে মানুষের বিপদে-আপদে পাশে থাকার প্রত্যয় গড়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিববুর রহমান।

চলমান শৈত্যপ্রবাহে পটুয়াখালী-৪ আসনের অন্তর্ভুক্ত ২টি উপজেলা, ১টি থানা, ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের পাঁচ হাজার শীতার্ত পরিবারের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেয়া প্রসঙ্গে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এছাড়াও আরো পাঁচ হাজার পরিবারকে শীত বস্ত্র দেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে এই সংসদ সদস্য জানান।

তিঁনি বলেন, বাঙালি জাতিকে মানবিক হতে শিখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির সেরা আদর্শ। বঙ্গবন্ধু শিশুকাল এবং শৈশব থেকে মানুষের সেবা করে এসেছেন। সেই শৈশবেই নিজের গায়ের চাদর খুলে শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিয়েছেন। বাঙালির মুক্তির আন্দোলন করে গোটা যৌবন কারাগারে কাটিয়েছেন। বঙ্গবন্ধুর মতো এমন মহান নেতা আর কখোনো জন্ম নেবে না। বঙ্গবন্ধুর এই মহৎ-মহান আদর্শ থেকে শিক্ষা নিয়েই মানুষের পাশে থাকার প্রত্যয় গড়েছি, অঙ্গিকার করেছি। এছাড়া আমার বাবার কাছ থেকেও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাটা ছোট বেলাতেই পেয়েছিলাম। আবার বলা যায়, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের পারিবারিক শিক্ষা।

অতীতের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই একজন মানুষ হিসেবে মানুষের বিপদে-আপদে সবসময় সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করে এসেছি। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাসাধ্য সাহায্য করেছি। এরপার ২০০৮ সালে রেশমি, ২০০৯ সালে আইলা, ২০১৩ সালে ঘূর্ণিঝড় মহাসেন, ২০২০ সালের ২১ মে করোনাভাইরাস মহামারীর মধ্যে সুপার সাইক্লোন আম্পান, সবশেষ ২০২২ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় ভোলার কাছ দিয়ে বাংলাদেশ উপকূলে আঘাত আনে ঘূর্ণিঝড় সিত্রাং। এমন সব প্রাকৃতিক দূর্যোগে আমার এলাকার মানুষের পাশে থেকেছি। আমি এবং আমার পরিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যাথাসাধ্য সাহায্য করেছি। এজন্যই পটুয়াখালী-৪ আসনের জনগণ তাদের সেবা করার জন্য আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App