×

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৮:১৮ পিএম

পদত্যাগ করলেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেশট

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেশট পদত্যাগ করেছেন। দেশটির প্রশাসনে ধারাবাহিক ত্রুটি-বিচ্যুতি ও জনসংযোগ বিপর্যয়ের পর এ ঘটনা ঘটে। এমন একটি সময়ে বিষয়টি সামনে এলো যখন জার্মানিতে তৈরি ট্যাংক ইউক্রেনে সরবরাহ করা নিয়ে চাপের মুখে রয়েছে বার্লিন।

অতীতে একাধিক বিষয় নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন ল্যামব্রেশট। ব্যর্থ হয়েছিলেন বাজেট থাকা সত্ত্বেও নিজ দেশের সামরিক সক্ষমতাকে উন্নত করতে। এ ছাড়াও ইউক্রেনের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে পাঁচ হাজার হেলমেট পাঠিয়েও তোপের মুখে পড়েছিলেন তিনি। খবর বিবিসির।

শেষ পর্যন্ত বিপাকে পড়েছিলেন এক ভিডিও পোস্ট করে। সেটিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন তিনি। এ সময় ল্যামব্রেশট এর আশপাশে নববর্ষ উদযাপনের আতশবাজি ফুটতে দেখা যায়। গোটা ব্যাপারটি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়। নিজ রাজনৈতিক মহলের সমর্থন হারান তিনি।

আগামীতে ল্যামব্রেশটের স্থলাভিষিক্ত কে হতে পারেন, সেটি এখনো স্পষ্ট নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App