চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকবে আইএমএফ

আগের সংবাদ

হাইকোর্টের তালিকায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি

পরের সংবাদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, বেড়েছে তাপমাত্রা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ , ১১:৪২ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩ , ১:২৫ অপরাহ্ণ

পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। টানা দুই সপ্তাহ মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে এ জেলায় হাড় কাঁপানো শীত এখনো অনুভূত হচ্ছে। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ১০টার পরও দেখা মেলেনি সূর্যের। ঘনকুয়াশায় ঢেকে ছিল গোটা আকাশ। টানা শৈত্যপ্রবাহের কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের।

শহরের পুরাতন ক্যাম্প এলাকার পান দোকানদার আরিফুল ইসলাম জানান, ঘনকুয়াশা আর শীতের কারণে চলাফেরা মুশকিল হয়ে পড়েছে। দোকানে বসে থাকা যায় না। শিরশির বাতাস করে। অতিরিক্ত কাপড়েও ঠান্ডা যাচ্ছে না।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, সোমবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েক দিন ধরে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়