বিমান দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই: নেপাল পুলিশ

আগের সংবাদ

অনিয়ম-দুর্নীতির অভিযোগ: ৩ হাসপাতালে দুদকের অভিযান

পরের সংবাদ

জ্বালানি প্রতিমন্ত্রী

জুনে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি শুরু

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ , ৫:৪১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩ , ৫:৪১ অপরাহ্ণ

চলতি বছর জুন মাস নাগাদ পাইপ লাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির কার‌্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য এম. আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

নসরুল হামিদ বলেন, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) হতে ২০১৬ পঞ্জিকাৰৰ্ষ থেকে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির লক্ষ্যে প্রায় ১০১ দশমিক ৫ কিলোমিটার (বাংলাদেশ অংশে ১২৬ দশমিক ৫ কিলোমিটার ও ভারত অংশে পাঁচ দশমিক শূন্য কিলোমিটার) দীর্ঘ ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন (বিএফপিএল) নির্মাণ করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির জন্য প্রি-কমিশনিং কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছর জুন মাস নাগাদএই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির কমিশনিং কার্যক্রম তথা পরীক্ষামূলকভাবে ডিজেল আমদানি শুরু হবে বলে আশা করা যায়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়