×

জাতীয়

সালমান এফ রহমানের সঙ্গে ডোনাল্ড লুর সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১২:১৮ পিএম

সালমান এফ রহমানের সঙ্গে ডোনাল্ড লুর সাক্ষাৎ

ডোনাল্ড লু ও সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

রবিবার (১৫ জানুয়ারি) সকালে সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডোনাল্ড লুর সফরসঙ্গী উইলিয়াম ম্যাসিয়াক সিয়েবার তার সঙ্গে ছিলেন।

দুই দিনের সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শনিবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান। বাংলাদেশে অবস্থানকালে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ডোনাল্ড লু বাণিজ্য, অর্থনীতি, মানবাধিকার এবং ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ডোনাল্ড লুর সফরে ওয়াশিংটনের পক্ষ থেকে মানবাধিকার ও গণতন্ত্রকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আর ঢাকার পক্ষ থেকে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার, জিএসপি সুবিধা পুনর্বহাল, বঙ্গবন্ধুর হত্যাকারীকে ফেরত নিয়ে আসাসহ নানা বিষয় আলোচনায় রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App