×

জাতীয়

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে বাদ খন্দকার মোশাররফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৬:২৮ পিএম

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে বাদ খন্দকার মোশাররফ

ছবি: সংগৃহীত

কৃষির সভাপতি হলেন কামরুল ইসলাম ১ বছর এলজিআরডি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির কোন বৈঠক হয়নি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতির পদ থেকে বাদ পড়েছেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এর আগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য থেকেও বাদ পড়েন। উল্লেখ্য, তিনি বিদেশে থাকায় ও বৈঠক আহ্বাণ না করায় গত বছর ১৩ মার্চের পর স্থাণীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কোনো বৈঠক হয়নি বলে জানা গেছে। আর বেগম মতিয়া চৌধুরী সংসদ উপনেতা হওয়ায় কৃষি মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এ্যডভোকেট কামরুল ইসলাম। রবিবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পূর্ণগঠন করা হয়। সেখানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সভাপতি করা হয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। জাতীয় সংসদেও অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি পুর্ণগঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এছাড়া স্থানীয় সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে এই প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে। এ সময় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী সংসদ উপনেতা হওয়ায় তার পরিবর্তে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সস্য এ্যাডভোকেট কামরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এদিকে, ২০০৮ সালের নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন খন্দকার মোশাররফ হোসেন। তাকে আওয়ামী লীগের প্রথম মেয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে দ্বিতীয় মেয়াদেও দুই বছর পর তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পান। খন্দকার মোশাররফ হোসেন বর্তমান মন্ত্রী সভায় কোনে পদ পাননি। একাদশ জাতীয় সংসদের শুরু থেকে তিনি কোনঠাসা হয়ে পড়েন। সংসদ ও রাজনৈতিক মাঠে তাকে দেখা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App