×

খেলা

যে কারণে বিপিএলের জনপ্রিয়তা কমেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৭:২০ পিএম

যে কারণে বিপিএলের জনপ্রিয়তা কমেছে

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জনপ্রিয়তা কমেছে। অনেকের মতো বিষয়টি নিয়ে কথা বলেছেন খুলনা টাইগার্সের পেসার ওয়াহাব রিয়াজ। তবে তার মতে, কোভিড-১৯ এর কারণে কঠিন হয়ে গেছে এবারের বিপিএল।

রবিবার (১৫ জানুয়ারি) বিপিএলের কোনো ম্যাচ না থাকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলীয় অনুশীলন করে খুলনা। অনুশীলনের পর দলটির হয়ে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। সেখানে বিপিএলের জনপ্রিয়তা প্রসঙ্গ উঠলে বেশ কয়েকটি মন্তব্য করেন ওয়াহাব।

তিনি বলেন, ‘আমার মনে হয় গত দুই বছর কোভিড-১৯ পুরো পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করেছে। আমার ধারণা বিপিএলের প্রতিদ্বন্দ্বিতা দারুণ, কারণ এখানে ক্রিকেট সহজ নয়। ব্যাটার বা বোলার হিসেবে আসলে কন্ডিশনে জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। স্পিনাররা ভালো কাজ করছে, পেসার হিসেবে আপনাকে খুব নিখুঁত হতে হবে পারফর্ম করার জন্য।’

ওয়াহাব রিয়াজ আরো বলেন, ‘বিপিএল কিছুই হারায়নি। গত দুই বছর সব ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করে দিয়েছে। যত বেশি ক্রিকেট হবে, ততই অবস্থা ভালো হবে। সত্যি কথা বলতে এডিআরএস সমস্যা তৈরি করছে। আমাদের সঙ্গেও এক ম্যাচে এমন হয়েছিল। যদি আমার পছন্দের কথা বলেন, এডিআরএস না রেখে আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে দেব। প্রকৃতপক্ষে এটা ব্যাটার ও বোলার দুজনের ক্ষেত্রেই সংশয় তৈরি করে। আম্পায়ারদেরই বিচার করতে ও সেরাটা বেছে নিতে দেয়া দরকার।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App