×

জাতীয়

দেশে জামদানী ভিলেজ হচ্ছে: সংসদে বস্ত্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৪:৫৪ পিএম

দেশে জামদানী ভিলেজ হচ্ছে: সংসদে বস্ত্রমন্ত্রী

ছবি: সংগৃৃৃৃৃহীত

বর্তমানে দেশে মোট পাটকলের সংখ্যা ২৬৮টি, যার মধ্যে সরকারি পাটকল ৩১টি (বিজেএমসির নিয়ন্ত্রণে) এবং বেসরকারি পাটকল ২৩৭টি।

রবিবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে এমপি সৈয়দা রুবিনা আক্তারের এক লিখিত প্রশ্নের জবাবে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করছিলেন।

মন্ত্রী জানান, ২০২০ সালের ১ জুলাই বন্ধ ঘোষিত ২৫টি এবং টেক-ব্যাককৃত ৬টি পাটকলসহ সরকারি পাটকলের সংখ্যা ৩১টি। যার মধ্যে সরকারি মালিকানায় বেসরকারি ব্যবস্থাপনায় ইজারার মাধ্যমে ৩টি পাটকলে উদপাদন চলছে। অপরদিকে বেসরকারি মালিকানায় চালু রয়েছে ১৭৫টি। সব মিলিয়ে বর্তমানে ১৭৮টি পাটকল চালু রয়েছে।

তিনি আরো জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিজেএমসির নিয়ন্ত্রণাধীন বন্ধ ঘোষিত ২৫টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৬টি ইতিমধ্যে লিজ দেবার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, বাকিগুলো লিজে চালু করা প্রক্রিয়াধীন।

মন্ত্রী বলেন, সরকারি সিদ্ধান্তে জামদানী ভিলেজ স্থাপন এবং ঢাকাই মসলিন হাউজ-প্রকল্প দুটির জন্য ১টি মিল (জুটো ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজ লি.) বাংলাদেশ তাঁত বোর্ডের অনুকূলে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App