×

জাতীয়

চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল জানতে চেয়েছে আইএমএফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৫:১৪ পিএম

চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল জানতে চেয়েছে আইএমএফ

ছবি: সংগৃহীত

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কৌশল সম্পর্কে জানতে চেয়েছে আইএমএফ। ৪৫০ কোটি ডলার ঋণচুক্তি সামনে রেখে আইএমএফের পরামর্শ বাস্তবায়নে দেশের মূল্যস্ফিতি, বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা, ব্যাংকখাতে তারল্যসংকটসহ বিদ্যমান চ্যালেঞ্জগুলো আইআইএমএফ প্রতিনিধি দলকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৫ জানুয়ারি) সকালে আইআইএমএফের উপ-ব্যবস্থপনা পরিচাল-ডিএমডির নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকে বসে। এসময় গর্ভনরের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকতারা।

সোয়া এক ঘন্টার বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের নেয়া উদ্যােগগুলোর প্রশংসা করেছে এ সংস্থা। বৈঠকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাতের সক্ষমতা বাড়াতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে আইএমএফ।

চলতিমাসের ৩১ তারিখে অাইএমএফ এর বোর্ডসভায় ঝণ চূড়ান্ত হবে বলে প্রত্যাশা বাংলাদেশ ব্যাংক মুখপাত্রের। চলতি মাসের ৩১ তারিখ অাইএমএফ বোর্ড সভায় এসিদ্ধান্ত অাসতে পারে। ফেব্রুয়ারিতে মিলতে পারে ৪৫০ কোটি ডলারের মধ্যে ৪৫ কোটির প্রথন কিস্তি। ২০২৫ সাল পর্যন্ত মোট ৭ কিস্তুিতে মিলবে পুরো ঝণের অর্থ।

এর আগে শনিবার বাংলাদেশে আসেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক আন্তোয়নেট মনসিও সায়েহ। তার সঙ্গে আইএমএফ মিশনপ্রধান রাহুল আনন্দ ছাড়াও আরও চারজন রয়েছেন।

গত জুলাই মাসে আইএমএফের কাছে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ চায় বাংলাদেশ। ঋণ দেয়ার অংশ হিসেবেই গত ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর ১৫ দিন পর্যন্ত ঢাকায় দুই সপ্তাহের বৈঠক করে আইএমএফের একটি প্রতিনিধি দল। দলটির সঙ্গে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনসহ সরকারের প্রায় সব গুরুত্বপূর্ণ দফতরের বৈঠক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App