×

সারাদেশ

গাইবান্ধায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৬:৫৩ পিএম

গাইবান্ধায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম ওরফে মদন (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত।

রবিবার (১৫ জানুয়ারি) জেলা ও দায়রা জজ বিচারক মো. আবুল মনসুর মিঞা এই রায় প্রদান করেন। ২০২০ সালের ৩০ জানুয়ারি ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম মদনকে ১৫০ গ্রাম হেরোইনসহ পুলিশ গ্রেফতার করে। মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ জানুয়ারি গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের শ্রীপতিপুরের পাঁচপাড়া জামে মসজিদের সামনের পাকা রাস্তা তার বাড়ি সংলগ্ন এলাকায় হিরোইন বিক্রির সময় আসামি মমিনুল ইসলাম মদনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় অজ্ঞাত পরিচয় দু’তিনজন পালিয়ে যায়। মদনের দেহ তল্লাশী করে পলিথিনে রাখা ওই হিরোইন পাওয়া যায়।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটিউটর ফারুক আহম্মেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App