×

সারাদেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১২:০৩ পিএম

খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে আধাবেলা সড়ক অবরোধ চলছে। পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে এ অবরোধের ডাক দিয়েছে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী পাহাড়ের এ আঞ্চলিক সংগঠনটি।

রবিবার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় শুরু হওয়া এ অবরোধ দুপুর ১২টা পর্যন্ত চলবে।

অবরোধে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে জেলার আভ্যন্তরীণ সড়কের যান চলাচল। তবে জেলার শহর ও বিভিন্ন উপজেলা শহরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছে দেয়া হয়েছে।

এ সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি জেলা জুড়ে সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App