×

পুরনো খবর

উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম

সংসার ও ক্যারিয়ার- দুইয়েই উষ্ণতা ছড়াচ্ছেন বিদ্যা সিনহা মিম

উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম
উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম
উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম
উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম
উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম
উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম
উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম
উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম
উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম

তবে বাইশের শেষের দিকে মিম ও রাজের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা পরী মণি অনভিপ্রেত পোস্ট দিলে ঘোষণা দেন শরিফুল রাজের সঙ্গে আর অভিনয় করবেন না তিনি

উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম
উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম

সর্বশেষ ২০২২-এ ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছেন। এই দুই সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেন তিনি। একই বছরের শুরুতে সনি পোদ্দার নামে এক ব্যাংকারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি

উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম
উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম

তবে অভিনয়কে মূল পেশা হিসেবে ধরে রেখেছেন। ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘পদ্মপাতার জল’, ‘ব্ল্যাক’, ‘সুইটহার্ট’ প্রভৃতি সিনেমা এবং ‘১ হাজার টাকা’, ‘ট্রাম্প কার্ড’, ট্রাম্প কার্ড-২’, ‘ওল্ড ইজ গোল্ড’ প্রভৃতি নাটকে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার

উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম

তবে অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি বিদ্যা সিনহা মিমের আরো একটি পরিচয় আছে। আর তা হলো লেখিকা। ২০১২ সালে তার প্রথম বই ‘শ্রাবনের বৃষ্টিতে ভেজা’ প্রকাশিত হয়। ২০১৩ প্রকাশিত হয় দ্বিতীয় ‘পূর্ণতা’। শব্দশিল্পী প্রকাশনী থেকে দুটি বই-ই প্রকাশিত হয়

উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম

যাতায়াতের অসুবিধার কারণে ভর্তি হন সাউথইস্ট ইউনিভার্সিটিতে তিনি। শুটিংয়ের ফাঁকেই পড়াশুনা করেন তিনি

উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম

কুমিল্লা বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসিতে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন তিনি। এইচএসসি পাসের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হন

উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম

মিমের জন্ম রাজশাহীতে, ১০ নভেম্বর, ১৯৯২। বাবা বীরেন্দ্র নাথ সাহা পেশায় শিক্ষক। বাবার সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন এলাকায় বেড়ে উঠেছেন মিম। তার মা পেশায় গৃহিণী। আর ছোট বোনের নাম প্রজ্ঞা সিনহা সাহা মমি

উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম

উষ্ণ রূপে যেন প্রজাপতি বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে যার মিডিয়ায় আসা। অভিনয় জীবনে যার অভিষেক কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় নৈপুণ্যে

উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম
উষ্ণ রূপে যেন প্রজাপতি মিম
  [caption id="attachment_398904" align="aligncenter" width="1290"] উষ্ণ রূপে যেন প্রজাপতি বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে যার মিডিয়ায় আসা। অভিনয় জীবনে যার অভিষেক কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় নৈপুণ্যে[/caption] [caption id="attachment_398903" align="aligncenter" width="1290"] মিমের জন্ম রাজশাহীতে, ১০ নভেম্বর, ১৯৯২। বাবা বীরেন্দ্র নাথ সাহা পেশায় শিক্ষক। বাবার সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন এলাকায় বেড়ে উঠেছেন মিম। তার মা পেশায় গৃহিণী। আর ছোট বোনের নাম প্রজ্ঞা সিনহা সাহা মমি[/caption] [caption id="attachment_398902" align="aligncenter" width="1290"] কুমিল্লা বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসিতে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন তিনি। এইচএসসি পাসের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হন[/caption] [caption id="attachment_398901" align="aligncenter" width="1366"] যাতায়াতের অসুবিধার কারণে ভর্তি হন সাউথইস্ট ইউনিভার্সিটিতে তিনি। শুটিংয়ের ফাঁকেই পড়াশুনা করেন তিনি[/caption] [caption id="attachment_398900" align="aligncenter" width="1290"] তবে অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি বিদ্যা সিনহা মিমের আরো একটি পরিচয় আছে। আর তা হলো লেখিকা। ২০১২ সালে তার প্রথম বই ‘শ্রাবনের বৃষ্টিতে ভেজা’ প্রকাশিত হয়। ২০১৩ প্রকাশিত হয় দ্বিতীয় ‘পূর্ণতা’। শব্দশিল্পী প্রকাশনী থেকে দুটি বই-ই প্রকাশিত হয়[/caption] [caption id="attachment_398899" align="aligncenter" width="1366"] তবে অভিনয়কে মূল পেশা হিসেবে ধরে রেখেছেন। ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘পদ্মপাতার জল’, ‘ব্ল্যাক’, ‘সুইটহার্ট’ প্রভৃতি সিনেমা এবং ‘১ হাজার টাকা’, ‘ট্রাম্প কার্ড’, ট্রাম্প কার্ড-২’, ‘ওল্ড ইজ গোল্ড’ প্রভৃতি নাটকে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার[/caption] [caption id="attachment_398897" align="aligncenter" width="1366"] সর্বশেষ ২০২২-এ ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছেন। এই দুই সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেন তিনি। একই বছরের শুরুতে সনি পোদ্দার নামে এক ব্যাংকারকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি[/caption] [caption id="attachment_398895" align="aligncenter" width="1364"] তবে বাইশের শেষের দিকে মিম ও রাজের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা পরী মণি অনভিপ্রেত পোস্ট দিলে ঘোষণা দেন শরিফুল রাজের সঙ্গে আর অভিনয় করবেন না তিনি[/caption] [caption id="attachment_398891" align="aligncenter" width="1290"] ২০২২ সালের ৪ জানুয়ারি সনি পোদ্দারের সঙ্গে গাটছড়া বাঁধেন জনপ্রিয় অভিনেত্রী মিম[/caption] [caption id="attachment_398885" align="aligncenter" width="2048"] সংসার ও ক্যারিয়ার- দুইয়েই উষ্ণতা ছড়াচ্ছেন বিদ্যা সিনহা মিম[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App