×

সারাদেশ

ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৯:০৪ পিএম

ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

  নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি বান্দরবানের রামুর গর্জনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল আলমের উপর শীর্ষ সন্ত্রাসী শাহীন ও তার বাহিনীর সদস্যদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে গর্জনিয়ার পূর্ববোমাংখিল হাফেজ খানার সামনে এলাকাবাসীর ব্যানারে বিক্ষোব্ধ জনতা মনিরুল আলম মেম্বারের উপর সংঘটিত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ওই মানববন্ধনে যোগ দিয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা জানান, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আইনের শাসন নিশ্চিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আহবান জানান তিনি। এই মানববন্ধনে সংহতি জানান গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী, এলাকার মুরব্বী মাষ্টার নুরুল আলম, মনির আহমদ, কবির আহমদ, আজিজুল হক কাজল, ছুরুত আলম, মাওলানা সাকের, আহত মনিরুল মেম্বারের ছোট ভাই সাহাব উদ্দিন, হাফেজ আহমদ, সাইফুল ইসলাম, মাওলানা আজিজুল হক, মাওলানা আব্দুল খালেক, ব্যবসায়ী হারুন-অর-রশীদসহ শত শত জনতা। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি জাউচপাড়ায় সালিস বৈঠকে গেলে ইউপি সদস্য মনিরুল আলমের উপর শীর্ষ সন্ত্রাসী শাহিন নিজেই তার দলবল নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ঘটনায় তার দুটি পা ভেঙে গেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App