×

জাতীয়

আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৯:১১ এএম

আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্ব

ফাইল ছবি

আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্ব

ফাইল ছবি

আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্ব

ফাইল ছবি

ইসলামের শান্তির বাণী সর্বত্র পৌঁছে দেয়ার লক্ষ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে আসছেন টঙ্গীর তুরাগ তীরে। বিশ্ব ইজতেমা ময়দান যেন লাখো মুসল্লির পদচারণায় এক মহাসমুদ্র। ইজতেমার আখেরি মোনাজাতের ঠিক আগ দিয়ে গোটা টঙ্গী মুখরিত হয়ে উঠেছে।

ভোর থেকে রাত পর্যন্ত অবিরাম চলছে বিভিন্ন ভাষায় বয়ান, দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা বিভিন্ন বিষয়ে বয়ান করছেন।

পবিত্র কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তিনদিন অতিবাহিত হয়ে আজ রবিবার (১৫ জানুয়ারি) প্রথম পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আর এর মধ্যে দিয়ে শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হবে। বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছেন।

এর আগে অনুষ্ঠিত হবে হেদায়েতি বয়ান। মাওলানা ইবরাহিম দেওলা হেদায়েতি বয়ান করবেন। আখেরি মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপত্তার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে পুলিশ মোতায়েন রয়েছে। মুসল্লিরা যেন খুব দ্রুত এবং নিরাপদে ময়দান ত্যাগ করতে পারেন তার জন্য বাস, ট্রেনসহ সব ধরণের যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App