চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল জানতে চেয়েছে আইএমএফ

আগের সংবাদ

নিরাপদ সড়কের দিক থেকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে

পরের সংবাদ

মালিবাগে অসহায়দের শীতবস্ত্র দিল আ.লীগ

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩ , ৫:১৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৫, ২০২৩ , ৫:২০ অপরাহ্ণ

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের শীতবস্ত্র দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধান অতিথি হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন।

রবিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর মালিবাগ আবুজর গিফারি কলেজ মাঠে কয়েকশ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে সার্বিক সহায়তা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র। স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। ‘প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না’। বঙ্গবন্ধু কন্যা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি বলেন, এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি প্রধানমন্ত্রীর বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। প্রধানমন্ত্রীর এই ক্ষুদ্র উপহার আপনাদের জন্য।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়