র‌্যাবে সংস্কার আনছে সরকার

আগের সংবাদ

দেশে ভোটার প্রায় ১২ কোটি, নতুন যুক্ত ৮০ লাখ

পরের সংবাদ

বিএনপি নেতা টুকুর দাবি

বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩ , ২:৪৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৫, ২০২৩ , ২:৪৮ অপরাহ্ণ

বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারন মানুষের জীবন দুর্বিষহ হলেও কতিপয় দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে আসাদগেটে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি করেন।

টুকু বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তিনি।

তিনি বলেন, বিএনপির আমলে প্রিপেইড মিটারে ১০০ টাকা রিচার্জ করলে ১১০ টাকার বিদ্যুৎ দেয়া হতো আর এখন ১০০ টাকা রিচার্জ করলে ৭০ টাকার বিদ্যুৎ দেয়া হয়। প্রিপেইড মিটার ও কুইক রেন্টালের নামে জনগণের পকেট থেকে টাকা নিয়ে ভোগান্তির সৃষ্টি করেছে।

বিদ্যুতের দাম বাড়ানো জনগণের ওপর কুঠারাঘাত বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার দূর্নীতি ও লুটপাট বন্ধ না করে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এ থেকে মুক্তি পেতে সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই একনায়কতন্ত্র সরকারের পতন ঘটাতে হবে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়