×

সারাদেশ

সুনামগঞ্জে ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ১১:৪৬ এএম

সুনামগঞ্জে ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ করছেন ডা. কনিজ রহিমা রব্বানী কথা। ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জে ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
সুনামগঞ্জে ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বন্যার পর এবার শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন ডা. কনিজ কথা

গত বছর ১৬ জুন হওয়া সিলেট-সুনামগঞ্জের স্মরণকালের ভয়াবহ বন্যার কথা কখনো ভুলতে পারবেনা সুনামগঞ্জ সিলেটের মানুষসহ দেশবাসী। সিলেট, সুনামগঞ্জের বানভাসিদের দুঃখ, দুর্দশা দেখেছে বিশ্ববাসীও। ভয়াল সেই বন্যার তাণ্ডবে সুনামগঞ্জ জেলা পড়েছিল যেনো সুনামির ছোবলে। সরকারের পাশাপাশি সারাদেশ থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রীও এসেছিল সুনামগঞ্জে। কালের স্বাক্ষী হয়ে বেঁচে থাকবে গত বছরের সুনামগঞ্জের ভয়াবহ বন্যা। সেই সঙ্গে কিছু মানুষও বেঁচে থাকবেন তাদের ভালো কর্মের মধ্য দিয়ে।

তেমনই একজন মানুষ, সুনামগঞ্জের ডা. কনিজ রহিমা রব্বানী কথা। গত বছর ভয়াবহ বন্যায় একা একা ছোট নৌকা নিয়ে নিজ উদ্যোগে ঔষধসহ ছুটে গিয়েছিলেন শতাধিক গ্রামের বানবাসিদের কাছে। তাদের চিকিৎসা ব্যবস্থাপত্রসহ সাধ্য অনুযায়ী ঔষধও বিতরণ করেছেন তিনি।

একজন নারী হয়েও ভয়াবহ দুর্যোগে তার এমন উদ্যোগের কথা ভুলবেনা সুনামগঞ্জের হাওরপাড়ের হতদরিদ্র মানুষজন। এবার যখন তীব্র শীতে সুনামগঞ্জের নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছিল। ঠিক তখনই সেই ডা. কনিজ রহিমা রব্বানী কথা গ্রামে গ্রামে ছুটে যাচ্ছেন শীতবস্ত্র নিয়ে। যেখানেই অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষ পাচ্ছেন সেখানেই বিলিয়ে দিচ্ছেন শীতবস্ত্র।

শুক্রবার (১৩ জানুয়ারি) পর্যন্ত সিলেটের ছিন্নমূল পথশিশুসহ সুনামগঞ্জের ডাবর, রহমতপুর, জগজীবনপুর, উজানীগাওসহ ২০টি গ্রামের অসহায় শীতার্ত মানুষের মাঝে ২০০পিস কম্বলসহ ৫শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছেন ডা. কথা।

ডা. কথার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুনামগঞ্জের সুশীল সমাজের মানুষজন। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুল আবেদিন ভোরের কাগজকে বলেন, আমরা পুরুষ হয়ে যা পারিনি, কথা নারী হয়েও তা করছে। তার এ মানবিক কাজ প্রসংশার দাবি রাখে। আমি মনে করি কথার এ মানবিকতা দেখে সমাজের বিত্তশালীদেরও হতদরিদ্র সেবায় এগিয়ে আসা প্রয়োজন।

ডা. কনিজ রহিমা রব্বানী কথা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সহসভাপতি ও সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সাবেক সাংসদ এড. শাহানা রব্বানী দম্পত্তির সন্তান এবং কেন্দ্রীয় যুবলীগের উপ সাংস্কৃতি সম্পাদক ফজলে রাব্বী স্মরণের ছোট বোন।

শনিবার (১৪ জানুয়ারী) সকালে ডা. কথা ভোরের কাগজকে বলেন, এ পর্যন্ত সিলেটের পথশিশুসহ সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ২০টি গ্রামের অসহায় শীতার্ত মানুষের মাঝে ২০০পিস কম্বলসহ ৫শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছি। চেষ্টা করছি যতোদিন শীত থাকবে সাধ্য অনুযায়ী হতদরিদ্র আসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App