×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ৩ রাজ্যে টর্নেডোতে ৯ জনের প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৫:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের ৩ রাজ্যে টর্নেডোতে ৯ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় ৩ অঙ্গরাজ্য মিসিসিপি, অ্যালাবামা ও জর্জিয়ায় একের পর এক টর্নেডোর আঘাতে অন্তত নয়জন মানুষের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রয়টার্সের কাছে শঙ্কা প্রকাশ করেছেন এই তিন অঙ্গরাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিজের জেষ্ঠ্য আবহাওয়াবিদ জেসিকা লাওস জানান, বৃহস্পতিবার মিসিসিপি থেকে অন্তত পাঁচটি টর্নেডো অ্যালাবামা-জর্জিয়া পার হয়ে আটলান্টিকের উপকূলের দিকে গেছে। এসব ঝড়ের মধ্যে একটির গতিবেগ ছিল ঘণ্টায় ২৪১ কিলোমিটার। বাকিগুলোর গতিবেগও ছিল ঘণ্টায় ১৫০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে। খবর বিবিসির।

তিনি আরো জানান, ঝড়ের তাণ্ডবে মিসিসিপি, অ্যালাবামা ও জর্জিয়ার বিভিন্ন এলাকায় মৃত্যুসহ ধ্বংস হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি ও তিন অঙ্গরাজ্যের কয়েক লাখ মানুষ এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। সেলমার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের ভেতরে আরো কোনো মরদেহ আটকে আছে কিনা- নিশ্চিত হতে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা তৎপরতা চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App