×

জাতীয়

টেকনাফে ফের ৬ রোহিঙ্গা জিম্মি, মুক্তিপণ দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৬:৫২ পিএম

টেকনাফে ফের ৬ রোহিঙ্গা জিম্মি, মুক্তিপণ দাবি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি সড়ক থেকে ছয়জন রোহিঙ্গাকে অপহরণের পর জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে সশস্ত্র দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে হোয়াইক্যং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ সড়কের উলুবনিয়া এলাকা থেকে তাদের অপহরণের খবর নিশ্চিত করেন রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম।

অপহৃত ছয়জন রোহিঙ্গা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ফরোয়াজ, মোহাম্মদ জোহার, মোহাম্মদ নুর, নুরুল হক, জাহিদ হোসেন ও মোহাম্মদ ইদ্রিস।

সম্প্রতি রোহিঙ্গা শিবির সংলগ্ন এলাকায় অপহরণের ঘটনা বেড়েছে। এসব অপহরণের সঙ্গে রোহিঙ্গাদের একটি সশস্ত্র অংশ জড়িত বলেও অভিযোগ রয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, থেকে গত চার মাসে টেকনাফে ৩৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৭ জানুয়ারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার ক্ষেত থেকে চারজন কৃষককে অপহরণ করা হয়। তাদের পরিবার অভিযোগ করে, এর পেছনে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের সংশ্লিষ্টতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App