×

খেলা

এডিআরএস না থাকাই ভালো, বললেন সালাউদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ১০:১১ পিএম

এডিআরএস না থাকাই ভালো, বললেন সালাউদ্দিন

ছবি: সংগৃহীত

সৌম্যের আউট নিয়ে বিতর্ক শেষ। এবার বিপিএলে শুরু হয়েছে আরেকটি আম্পায়ারিং বিতর্ক।

শনিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে বিতর্কিতভাবে আউট হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলি। যাকে কেন্দ্র করেই ক্রিকেট অঙ্গনে চলছে আলোচনা।

কুমিল্লার ইনিংসের ১৪তম ওভারে ইফতিখার আহমেদের করা বল লেগ সাইডে পিচ করলেও ব্যাটার জাকেরকে আউট দেন থার্ড আম্পায়ার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিতর্কিত আউট নিয়ে কথা বলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমার মনে হয়, এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো। আম্পায়ার যেটা দেবে সেটা দেয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। আমার কাছে মনে হয় একটি-দুটি সিদ্ধান্ত। প্রথম ম্যাচেও একটা সিদ্ধান্ত খারাপ হয়েছে, আজকেও। এমন ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো।’

তিনি আরো বলেন, ‘এই ‍মুহূর্তে আমি আসলে কিছু বলতে পারব না। এটা নিয়ে তো বিতর্ক অনেক চলছে। আমি শুরুতেই বলেছিলাম একটা-দুইটা সিদ্ধান্তে আপনি ম্যাচটা হেরে যাবেন। সিদ্ধান্তগুলো যদি আরেকটু ভালো হয়, আরেকটু চিন্তা ভাবনা করে দেয়া হয় তাহলে ভালো। খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান? এমনিই সাসপেন্ড করে দেবে। ঠিক আছে। যেহেতু খেলা চলছে, প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেবো বা প্রতিবাদ করবো সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে। যা হওয়ার তাই হবে আর কি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App