×

আন্তর্জাতিক

এক মাসে ৬০ হাজার মৃত্যুর কথা স্বীকার চীনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৮:১৯ পিএম

এক মাসে ৬০ হাজার মৃত্যুর কথা স্বীকার চীনের

ছবি: সংগৃহীত

এক মাসে মারণরোগ করোনাভাইরাসে ৬০ হাজার মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে চীন। করোনায় মৃত্যুর বিষয়ে এটিই বেইজিং কর্তৃপক্ষের সবচেয়ে বড় হিসাব।

শনিবার (১৪ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভি, রয়টার্স ও ব্লুমবার্গের।

তবে ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) এক কর্মকর্তা জানিয়েছেন, গত বছরের ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চীনে ৫৯ হাজার ৯৩৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এটি শুধু হাসপাতালে প্রাণ হারানো রোগীদের হিসাব। যদিও এর বাইরে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এনএইচসির মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোর প্রধান জিয়াও ইয়াহুই সংবাদ সম্মেলনে বলেন, এই হিসাবের মধ্যে সরাসরি ভাইরাসের কারণে শ্বাসযন্ত্র বন্ধ হয়ে পাঁচ হাজার ৫০৩ জনের মৃত্যু ও করোনায় অন্যান্যভাবে ৫৪ হাজার ৪৩৫ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App