বেড়েছে শীতের তীব্রতা। বিপর্যস্ত জনজীবন। সব থেকে কষ্টে দিনপার করছে নিম্নবিত্তরা। এই কষ্টটা কিছুটা লাঘব করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারে প্রায় পাঁচশতাধিক অসহায় ও দুঃস্থ নারীদের হাতে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেন তিনি। মেহেরপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মনালিসা ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন ফরহাদ হোসেন।
শীতবস্ত্র বিতরণকালে ফরহাদ হোসেন বলেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তাপমাত্রা খুবই কম। খেটে খাওয়া মানুষেরা কষ্টে দিন পার করছে। আমাদের উচিত এই দুঃসময়ে তাদের পাশে দাড়ানো। এসময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুত শোভা মণ্ডল, সাংগঠনিক সম্পাদিকা তাসলিমা বেগম, সদর উপজেলা সভানেত্রী লতিফুন্নেছা লতা, সাধারন সম্পাদিকা রোজিনা খাতুন, মুজিবনগর উপজেলা সভানেত্রী তকলিমা খাতুন, সম্পাদিকা তহমিনা খাতুন, শহর সভানেত্রী রোকসানা কামাল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বাইজিদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।