×

সারাদেশ

ভোটারদের কৃতজ্ঞতা জানাচ্ছেন আলফাডাঙ্গার পৌর মেয়র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৬:৪১ পিএম

ভোটারদের কৃতজ্ঞতা জানাচ্ছেন আলফাডাঙ্গার পৌর মেয়র

ছবি: ভোরের কাগজ

ভোটের আগে প্রচার-প্রচারণা করে নির্বাচনী মাঠ সরগরম করে রাখে প্রার্থীরা। জয় নিশ্চিত করতে নানা প্রতিশ্রুতি দিয়ে চষে বেড়ান পাড়া-মহল্লার অলিগলি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থনা করেন কাঙ্ক্ষিত ভোট। এক্ষেত্রে ব্যতিক্রম ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টু। নানা প্রতিবন্ধকতায় ভোটের আগে তিনি সকল ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারেননি। তাই নির্বাচনে জয়ী হওয়ার পর ছুটে চলেছেন প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। গত ২৯ ডিসেম্বর আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র সাইফুর রহমানকে ১ হাজার ২৮১ ভোটের ব্যবধানে পরাজিত করে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে নারকেল গাছ প্রতীক নিয়ে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আলী আকসাদ ঝন্টু। এরপর থেকেই প্রতিদিন পৌরসভার বিভিন্ন মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। ভোটারাও তাকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ছে। পৌরসভার কলেজপাড়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম হোসেন নামে এক ভোটার জানান, 'মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি প্রত্যেকটি ভোটারের বাড়িতে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পাশাপাশি সবাইকে সঙ্গে নিয়ে একটি মডেল পৌরসভা গড়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন। নির্বাচিত হওয়ার পর তার এই মনোভাব সত্যিই প্রশংসাদায়ক।' এবিষয়ে আলফাডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, আলফাডাঙ্গা পৌরসভার মানুষ যে আমাকে এতটা ভালোবাসে তা আমার আগে জানা ছিল না। জনগণ গত ২৯ ডিসেম্বর সেটি ভোটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, যারা আমাকে ভোট দিয়েছে তারাও আমার যেমন আপন; তেমনি যারা আমাকে ভোট দেয়নি তারাও আমার আপন। তাই সবাই মিলেমিশে এক হয়ে আলফাডাঙ্গা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করতে পারি এমনটাই প্রত্যাশা করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App