×

আন্তর্জাতিক

ন্যাটোর সদস্য হয়ে উঠেছে ইউক্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ১০:১৭ পিএম

ন্যাটোর সদস্য হয়ে উঠেছে ইউক্রেন

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ

ইউক্রেন ন্যাটোর সদস্য হয়ে উঠেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।

তার এই বক্তব্যের প্রাক্কালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দেয়া নিয়ে দ্বিধায় আছে। তারা মনে করছে, ইউক্রেনকে অস্ত্র দেয়া সত্ত্বেও রাশিয়াকে কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। কিন্তু এমন পরিস্থিতিতে ইউক্রেনও যে বসে নেই, সেটিই নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।

ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, শেষ পর্যন্ত পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নতুন নতুন অস্ত্র পাঠাবে। দীর্ঘ দিন ধরেই পশ্চিমাদের কাছে ট্যাংক ও যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। এর মধ্যে দনবাস প্রদেশ শক্তিশালী হওয়ায় নতুন করে অগ্রসর হচ্ছে রাশিয়া। ফলে সামনের দিনগুলোতে যুদ্ধ আরো তীব্র হয়ে উঠবে বলে আমরা আশঙ্কা করা হচ্ছে।

রেজনিকভ আরো বলেন, ‘যুদ্ধের তীব্রতা বৃদ্ধি নিয়ে তিনি উদ্বিগ্ন। তবে ইউক্রেন দেশ হিসেবে ও ইউক্রেনের সামরিক বাহিনী ক্রমশ ন্যাটোর সদস্য হয়ে উঠেছে। হতে পারে এটি ডি ফ্যাক্টো ও নিয়ম অনুযায়ী না’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App