×

আন্তর্জাতিক

দ্বিতীয় রামেসিসের কফিন ফিরছে ফ্রান্সে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৯:৫৪ পিএম

দ্বিতীয় রামেসিসের কফিন ফিরছে ফ্রান্সে

মিশরের ফারাও দ্বিতীয় রামেসিস

মিশরের ফারাও দ্বিতীয় রামেসিসের কফিন নেয়া হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। অর্ধশতাধিক বছর পর এই উদ্যোগ নেয়া হলো। চলতি বছরের ৭ এপ্রিল থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্যারিসের এক প্রদর্শনীতে কফিনটি প্রদর্শিত হবে।

একদিক থেকে বিষয়টি ফরাসিদের জন্য আবেগের। শিল্প ও ইতিহাসবিষয়ক স্কুল ইকোলে ডে ল্যুভরের ডমিনিক ফারুট বলেন, ‘মিশরের ফারাও দ্বিতীয় রামেসিস এখানে শেষবার ছিল ১৯৭৬ সালে। তখন আমার বয়স ছিলো ১৬ বছর। ঘরে বড় একটা পোস্টার ছিল তার। সেইবারের প্রদর্শনীতে টানা আটবার গেছিলাম।’ খবর নিউইয়র্ক টাইমসের, ফ্রান্স টোয়েন্টিফোর, ইউএস টুডের।

ফারুট আরো বলেন, মিশরের এই ফারাও সম্রাটের কফিন পাঠিয়ে নিজেদের নিয়মের বিরল এক ব্যত্যয় ঘটাচ্ছে। মূলত প্যারিসের প্রতি কৃতজ্ঞতা থেকেই এটি করা হচ্ছে। ১৯৭৬ সালে প্রথম প্রদর্শনীর সময় দ্বিতীয় রামেসিসের মমিটিকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচিয়েছিলেন ফরাসি বিজ্ঞানীরা।

উল্লেখ্য, এবার অবশ্য শুধু কফিনই যাচ্ছে প্যারিসে। কারণ মিশরীয় আইন অনুসারে রাজকীয় মমি দেশের বাইরে নেয়া নিষিদ্ধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App