×

জাতীয়

দেশে বিজ্ঞান চর্চা ও উৎপাদনশীলতা বাড়বে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৬:০৭ পিএম

দেশে বিজ্ঞান চর্চা ও উৎপাদনশীলতা বাড়বে

ছবি: সংগৃহীত

দেশে বিজ্ঞান চর্চা ও উৎপাদনশীলতা বাড়বে

ছবি: ভোরের কাগজ

শিল্পের সাথে শিক্ষায় অবদান রাখা একাডেমিয়া, গবেষক ও জ্ঞান বিজ্ঞানে অগ্রগামীদের সম্পর্কের মাধ্যমে বিজ্ঞান চর্চা ও উৎপাদনশীলতা বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের আয়োজনে সপ্তম আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে প্ল্যানারি সেশন-২ এ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

[caption id="attachment_398272" align="alignnone" width="1280"] ছবি: ভোরের কাগজ[/caption]

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের এই বিজ্ঞান চর্চায় অগ্রগামী গবেষক, একাডেমিয়া এবং শিল্প প্রতিষ্ঠানের সংযুক্তি নিয়ে আয়োজিত এ মিলনমেলা আন্তসম্পর্ক বৃদ্ধির সহায়ক হবে। বর্তমান সরকার সব বাঁধা পেরিয়ে বাইশ শতকের উপযোগী বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার উপযোগী একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই। যার মাধ্যমে ছেলেমেয়েরা জ্ঞান-বিজ্ঞানের স্বাদ আস্বাদন করতে পারবে। পাশাপাশি এটা শুধু স্বাদ আস্বাদনের জন্য নয়, জ্ঞান বিজ্ঞানের দ্বারা আমাদের চরম দারিদ্রতা ও চরম পশ্চাৎপদতা দূর করা সম্ভব হবে।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, গবেষণা বাজেট প্রতিনিয়ত বাড়ছে। এ ক্ষেত্রে সরকার প্রতিবছর বেশি বেশি বাজেট বরাদ্দ দিয়ে যাচ্ছে। সরকার উচ্চশিক্ষার প্রতি মনোযোগ দিয়ে যাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার বিষয়ে বেশি গুরুত্ব দেন, শিক্ষামন্ত্রীও এ ব্যাপারে কঠোর পরিশ্রম করেন।

‘শিল্প-একাডেমিয়া সম্পর্ক: বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক এ সেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্যানেল এক্সপার্ট (শিল্প) হিসেবে আমেরিকার শেভরন বাংলাদেশের অপারেশন্স পরিচালক প্রকৌশলী রায়ান অট এবং প্যানেল এক্সপার্ট (একাডেমিক) হিসেবে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।

সেশনে রিসোর্স পার্সন হিসেবে শাবিপ্রবির অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

উল্লেখ্য, নতুন সহস্রাব্দে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় চ্যালেঞ্জগুলো মোকাবিলা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিভিন্ন ফিল্ডের আধুনিক অগ্রগতি অনুসরণ ও একাডেমিয়া-শিল্প সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিভিন্ন ফিল্ডের আধুনিক অগ্রগতি অনুসরণ ও একাডেমিয়া-শিল্প সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং, পরিবেশ ও স্থাপত্য’, ‘কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স’, ‘কেমিক্যাল, খাদ্য, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং’ এবং ‘মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং’ এ চারটি বিষয়ের উপর বাংলাদেশ সহ বিশ্বের ১৪টি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের গবেষকদের ১৯০টি নিবন্ধ উপস্থাপিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App