দেশে বিজ্ঞান চর্চা ও উৎপাদনশীলতা বাড়বে

আগের সংবাদ

শান্তিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরের সংবাদ

৯ মাসে ডলারের দাম সর্বনিম্ন

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ , ৬:০৭ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩ , ৬:০৭ অপরাহ্ণ

বৈশ্বিক মুদ্রাবাজারে ডলারের দাম কমছেই। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর বিপরীতে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মার্কিন মুদ্রার মূল্য।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমাতে পারে। কঠোর মুদ্রানীতি গ্রহণ থেকে সরে আসবে তারা। ফলে ডলারের দরপতন ঘটছে। খবর সিএনবিসি, রয়টার্সের।

মূল আন্তর্জাতিক মুদ্রার বিরুদ্ধে ব্যাপক শক্তিশালী হয়েছে জাপানি ইয়েন। গত ছয় মাসের মধ্যে যা সর্বোচ্চ বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্যাংক অব জাপান (বিওজে)। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) কমেছে শূন্য দশমিক এক শতাংশ। এ নিয়ে ২০২০ সালের মে মাসের পর প্রথমবারের মতো তা কমলো।

সিপিআই প্রতিবেদন প্রকাশের পর ইউরোর বিপক্ষে ডলারের দর নিম্নমুখী হয়েছে প্রায় এক শতাংশ। প্রতি ইউরোর মূল্য স্থির হয়েছে এক দশমিক ০৮৪৫ ডলারে। গত ২১ এপ্রিলের পর যা সর্বনিম্ন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়