বিপিএল: ব্যাটসম্যানদের ব্যর্থতা, বড় স্কোর নেই খুলনার

আগের সংবাদ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা প্রদানের অভিযোগ

পরের সংবাদ

বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি জয়

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ , ৮:৪৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩ , ৮:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় বিয়ে করেছেন। আজ শুক্রবার বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার আকদ হয়। বিষয়টি নিশ্চিত করে তার ছোট বোন ইনিন তাজনিন জানান, পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে। কনে কাকন ভূঁইয়ার বাড়ি কুমিল্লায়। আল নাহিয়ান খান জয়ের স্ত্রীর নাম কাকন ভূঁইয়া। তিনি রাজধানীর ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

ছবি: ভোরের কাগজ

জয়ের বিয়ের বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ছবি শেয়ার করে অনেকেই নবদম্পতির সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন।তবে বিয়ের আয়োজনে জয়ের স্বজনদের পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ আরো অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ছবি: ভোরের কাগজ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়