প্রয়াত ফুটবল পেলেকে শ্রদ্ধা জানিয়েছেন লিওনেল মেসি, নেইমারসহ পিএসজির বেশ কয়েকজন ফুটবলার। বুধবার লিগ ওয়ানে অ্যাগার্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে মেসি, নেইমাররা গায়ে দিলেন পেলের ছবি ছাপা বিশেষ টি-শার্ট।
ম্যাচ শুরুর আগে ব্রাজিলের হলুদ-সবুজ রঙের ছোঁয়া থাকা পেলের মুখ আঁকা বিশেষ টি-শার্ট পরেই খেলেন পিএসজির ফুটবলাররা। পেলেকে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের ফুটবলাররা। খবর স্পোর্টস্টারের।
গত ডিসেম্বরে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ এনে দেয়া ‘কালো মানিক’। তাকে শ্রদ্ধা জানানোর জন্যই বিশেষ টি শার্ট তৈরি করেছিল পিএসজি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।