সেলিম আল দীন স্মরণোৎসবে ‘ম্যাকবেথ’-এর উদ্বোধনী

আগের সংবাদ

ন্যাটোর সদস্য হয়ে উঠেছে ইউক্রেন

পরের সংবাদ

দ্বিতীয় রামেসিসের কফিন ফিরছে ফ্রান্সে

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ , ৯:৫৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩ , ৯:৫৪ অপরাহ্ণ

মিশরের ফারাও দ্বিতীয় রামেসিসের কফিন নেয়া হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। অর্ধশতাধিক বছর পর এই উদ্যোগ নেয়া হলো। চলতি বছরের ৭ এপ্রিল থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্যারিসের এক প্রদর্শনীতে কফিনটি প্রদর্শিত হবে।

একদিক থেকে বিষয়টি ফরাসিদের জন্য আবেগের। শিল্প ও ইতিহাসবিষয়ক স্কুল ইকোলে ডে ল্যুভরের ডমিনিক ফারুট বলেন, ‘মিশরের ফারাও দ্বিতীয় রামেসিস এখানে শেষবার ছিল ১৯৭৬ সালে। তখন আমার বয়স ছিলো ১৬ বছর। ঘরে বড় একটা পোস্টার ছিল তার। সেইবারের প্রদর্শনীতে টানা আটবার গেছিলাম।’ খবর নিউইয়র্ক টাইমসের, ফ্রান্স টোয়েন্টিফোর, ইউএস টুডের।

ফারুট আরো বলেন, মিশরের এই ফারাও সম্রাটের কফিন পাঠিয়ে নিজেদের নিয়মের বিরল এক ব্যত্যয় ঘটাচ্ছে। মূলত প্যারিসের প্রতি কৃতজ্ঞতা থেকেই এটি করা হচ্ছে। ১৯৭৬ সালে প্রথম প্রদর্শনীর সময় দ্বিতীয় রামেসিসের মমিটিকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচিয়েছিলেন ফরাসি বিজ্ঞানীরা।

উল্লেখ্য, এবার অবশ্য শুধু কফিনই যাচ্ছে প্যারিসে। কারণ মিশরীয় আইন অনুসারে রাজকীয় মমি দেশের বাইরে নেয়া নিষিদ্ধ।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়