ধর্ষণের পর হত্যা, এক সপ্তাহ পর ভাসমান লাশ উদ্ধার

আগের সংবাদ

আটোয়ারীর সীমান্তে অসহায় মানুষের পাশে বিজিবি

পরের সংবাদ

ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ , ৯:১৬ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩ , ১০:২২ অপরাহ্ণ

শেরপুর-ঝিনাইগাতী সড়কের তাতালপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রফিক (৪৫), ছেলে রাব্বী (১৪) ও অন্যজনের পরিচয় জানা যায়নি। নিহতরা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেরপুর-ঝিনাইগাতি সড়কের তাতালপুর নামক স্থানে শেরপুরগামী একটি চালবাহী ট্রাকের সাথে  নালিতাবাড়িগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চালকসহ বাকি চারজনকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে আরো একজন মারা যায়। সর্বশেষ খবর অনুযায়ী আহতদের ও নিহত একজনের নাম জানা যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করেছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোমান।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়